Saturday, September 21, 2013

.......................................................................................................

মূল পাতামোবাইলের মাধ্যমে প্রবাসী কর্মী সেবা
চাকুরি নিয়ে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে জানুন
[এই আই.ভি.আর (ইন্টারএ্যাকটিভ ভয়েস রেসপন্স) কনটেন্টটি শুনতে বাংলালিংক মোবাইল থেকে ২২৩৩ নম্বরে ডায়াল করুন। প্রতি মিনিট ১ টাকা (ভ্যাট ছাড়া) চার্জ প্রযোজ্য।]

বিএমইটি রেজিস্ট্রেশন
চাকুরি নিয়ে বিদেশ যেতে চাইলে আপনাকে অবশ্যই জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বা ডিইএমও-তে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি অনলাইনেও রেজিস্ট্রেশন করতে পারেন। অনলাইনে রেজিস্ট্রেশন করার ঠিকানা হল www.bmet.gov.bd। এছাড়া ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র বা বায়রা অফিসে সরাসরি এসেও আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। নিকটস্থ রেজিস্ট্রেশন অফিসের ঠিকানা জানতে যে কোন বাংলালিংক মোবাইলের মেসেজ অপশনে গিয়ে reg স্পেস আপনার জেলার নামের প্রথম চার অক্ষর ইংরেজিতে লিখে 2233 নম্বরে এস. এম.এস. করুন। এই এস.এম.এস. এর জন্য চার্জ প্রযোজ্য। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে ১. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ২. জাতীয়তা সনদ ৩.বিশেষ কোন প্রশিক্ষণ থাকলে তার সার্টিফিকেট এবং ৪. পাসপোর্ট সাইজের ২ কপি ছবি জমা দিতে হবে। অডিও শুনতে ক্লিক করুন
পাসপোর্ট:
বিদেশ যাওয়ার জন্য অবশ্যই আপনাকে পাসপোর্ট করতে হবে। পাসপোর্ট করার জন্য আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা পাসপোর্ট অফিস অথবা ডিসি অফিস থেকে বিনামূল্যে ফরম সংগ্রহ করতে পারবেন। এছাড়াও www.dip.gov.bd/ অথবা www.forms.gov.bd/ ওয়েবসাইট থেকে আপনি পাসপোর্ট ফরম প্রিন্ট করে নিতে পারেন। আপনি যদি ৩০ দিনের মধ্যে পাসপোর্ট পেতে চান তবে ৩০০০ টাকা এবং ১৫ দিনের মধ্যে পেতে চাইলে ৬০০০ টাকা ফি জমা দিতে হবে। আপনার নিজের পাসপোর্ট নিজে করুন। অডিও শুনতে ক্লিক করুন
রিক্রুটিং এজেন্সি:
আপনি যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যেতে চাচ্ছেন সেটি বৈধ কিনা এবং নিয়োগের জন্য বিএমইটি অথবা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে নিয়োগ অনুমতি আছে কিনা তা অবশ্যই জেনে নেবেন। রিক্রুটিং এজেন্সিটি বৈধ কি না তা বিএমইটির ওয়েবসাইট www.bmet.gov.bd/ এর মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও আপনার রিক্রুটিং এজেন্সি বৈধ কি না তা জানতে যে কোন বাংলালিংক মোবাইলের মেসেজ অপশনে গিয়ে rl স্পেস রিক্রুটিং এজেন্সীর চার ডিজিটের লাইসেন্স নম্বর ইংরেজিতে লিখে 2233 নম্বরে এস.এম.এস করুন । এই এস.এম.এস. এর জন্য চার্জ প্রযোজ্য। বৈধ রিক্রুটিং এজেন্সি ব্যতিত কোন সাব-এজেন্ট, দালাল, ট্রাভেল এজেন্সী কিংবা অন্য কোন ব্যক্তি বা সংস্থার মাধ্যমে বিদেশ যাওয়ার চেষ্টা করবেন না। চাকুরির জন্য ভিজিট ভিসা বা ফ্রি ভিসা বা অন্য কোন অবৈধ উপায়ে বিদেশ যাওয়ার চেষ্টা করবেন না। জেনে রাখুন ফ্রি ভিসা বলে কিছু নেই। বিমানের টিকেট কনফার্ম করে টিকেট বুঝে নেবেন। অডিও শুনতে ক্লিক করুন
ভিসা:
আপনি কর্মী হিসেবে বিদেশে কাজ করতে গেলে পাসপোর্টে অবশ্যই এমপ্লয়মেন্ট বা কাজের ভিসা যুক্ত থাকতে হবে। আপনি আপনার ভিসা কিভাবে সংগ্রহ করবেন? ভিসা সংগ্রহের জন্য নিয়োগকারী সংস্থা কিংবা কোন বৈধ রিক্রুটিং এজেন্ট অথবা আত্মীয়, বন্ধু বা পরিচিতজনের সাথে যোগাযোগ করতে পারেন। জাল ভিসার সমস্যা থেকে মুক্ত থাকতে আপনার ভিসাটি সঠিক কি না তা পরীক্ষা করে দেখা উচিৎ। বর্তমানে অনলাইনে সংযুক্ত আরব আমিরাত, কাতার, সিঙ্গাপুর ও বাহরাইনের ভিসার যথার্থতা যাচাই করা যায়। অনলাইনে এই চারটি দেশের ভিসা যাচাই করার ঠিকানা সম্বলিত মেসেজ বিনামূল্যে পাওয়ার জন্য আপনার বাংলালিংক মোবাইল থেকে 1 চাপুন। এছাড়া যে কোন দেশের ভিসা সঠিক নাকি জাল তা যাচাই করার জন্য উক্ত দেশের এম্বেসি বা দূতাবাস কিংবা বিএমইটি অফিসের সাহায্য নিতে পারেন। অডিও শুনতে ক্লিক করুন
চাকুরির চুক্তিপত্র:
কোন কোম্পানির সাথে চাকরির শর্তাবলী সংক্রান্ত যে চুক্তি হয় সেই চুক্তিপত্রকেই জব কন্ট্রাক্ট বা চাকুরির চুক্তি বলে। চুক্তির শর্তবিলীতে বেতন, ভাতা, আহার, বাসস্থান, ছুটি, ওভারটাইম মজুরি, চিকিৎসা এবং কোম্পানির দেওয়া অন্যান্য সুবিধা উল্লেখ করা থাকে। চুক্তিপত্রের সব শর্ত ভালভাবে জেনে এবং তা গ্রহনযোগ্য হলেই ঐ চুক্তিতে স্বাক্ষর করবেন। প্রতারণা থেকে রক্ষা পেতে চুক্তিপত্রটি বিএমইটি থেকে যাচাই করবেন এবং কাগজপত্রের সত্যায়িত ফটোকপি সংরক্ষণ করবেন। অডিও শুনতে ক্লিক করুন
ইমিগ্রেশন ক্লিয়ারেন্স:
আপনি যদি কাজ করার জন্য বিদেশ যেতে চান তবে আপনার জন্য বিএমইটি’র ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সম্বলিত স্মার্ট কার্ড নেয়া বাধ্যতামূলক। এতে আপনার সকল তথ্য, ফিঙ্গার প্রিন্ট, যদি রিক্রুটিং এজেন্সি থাকে তবে তার নাম ও লাইসেন্স নম্বর থাকে। এই আঙ্গুলের ছাপ দেয়ার জন্য আপনাকে সরাসরি ঢাকা ও চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে আসতে হবে। আঙ্গুলের ছাপের জন্য কোন টাকা প্রদান করতে হয়না। স্মার্টকার্ড সংগ্রহের জন্য আপনাকে ব্যক্তিগতভাবে অথবা যে কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিএমইটি অফিসে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে আপনাকে অবশ্যই যে সকল কাগজ জমা দিতে হবে সেগুলো হল: ১. রেজিস্ট্রেশন কার্ড, ২. ফিঙ্গার প্রিন্ট ৩. পাসপোর্টের প্রথম ৬ পৃষ্ঠার ফটোকপি, ৩. ভিসার সত্যায়িত অনুলিপি এবং চুক্তিপত্রের সত্যায়িত অনুলিপি। মনে রাখবেন, বিএমইটি প্রদত্ত স্মার্টকার্ড ছাড়া কোন কর্মীই বিদেশে যাওয়ার অনুমতি পাবে না। অডিও শুনতে ক্লিক করুন
কর্মী হিসেবে বিদেশে যাওয়ার পূর্বে করনীয় সম্পর্কে জানুন
ব্যাংক একাউন্ট
বিদেশ যাওয়ার পূর্বেই সংসার খরচ চালানোর জন্য পরিবারের কোনো সদস্যের নামে একটি এবং সঞ্চয়ের জন্য নিজের নামে আরেকটি ব্যাংক একাউন্ট করে যাবেন। ব্যাংকের নাম, শাখা ও একাউন্ট নম্বর পরিষ্কারভাবে ইংরেজীতে লিখে লেমিনেটেড করে নিয়ে যাবেন। অডিও শুনতে ক্লিক করুন
প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা
আপনি বিদেশ গিয়ে যে কাজ করবেন তার ওপর অবশ্যই দক্ষতা অর্জন করে যাবেন। প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জনের জন্য দেশের বিভিন্ন জেলায় বিএমইটির ৩৮ টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা টিটিসি আছে। এই ট্রেনিং সেন্টারগুলো থেকে বিনামূল্যে, কিছু কিছু ট্রেডে স্বল্পমূল্যে প্রশিক্ষণ প্রদান করা হয়। ট্রেনিং সেন্টারের তালিকার জন্য ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। এছাড়া ট্রেনিং সেন্টারের ঠিকানা জানার জন্য যে কোন বাংলালিংক মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ttc স্পেস আপনার জেলার নামের প্রথম ৪ টি অক্ষর ইংরেজিতে লিখে 2233 নম্বরে এস. এম. এস করুন। এই এস.এম.এস. এর জন্য চার্জ প্রযোজ্য।
আপনি যে দেশে যাবেন সে দেশের ভাষাও কিছুটা শিখে যাবেন, এতে আপনার সে দেশের সমাজের সাথে মেশা ও দৈনন্দিন জীবন যাপন সহজ হবে। আরবি ও ইংরেজি ভাষায় কিছু প্রয়োজনীয় শব্দ ও বাক্য শেখার জন্য আপনি ভাষা শিক্ষা সহায়িকার সাহায্য নিতে পারেন। ভাষা শিক্ষা সহায়িকার অনলাইন ঠিকানা বিনামূল্যে মেসেজের মাধ্যমে পাওযার জন্য আপনার বাংলালিংক মোবাইল থেকে ১ চাপুন। এছাড়া আপনার নিকটস্থ ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র থেকে ভাষা শিক্ষার জন্য প্রয়োজনীয় পাতাগুলো প্রিন্ট করে নিতে পারেন এবং বাসায় বসে ভাষা চর্চা করতে পারেন।অডিও শুনতে ক্লিক করুন
স্বাস্থ্য পরীক্ষা
আপনি কাজ নিয়ে যে দেশে যেতে ইচ্ছুক সে দেশের চাহিদা অনুযায়ী এবং উক্ত দেশের দূতাবাস নির্ধারিত ক্লিনিকের মাধ্যমে আপনাকে মেডিকেল টেস্ট করাতে হবে। বিদেশে যাবার পর আবার মেডিকেল টেস্ট হবে এবং আনফিট হলে দেশে ফেরত পাঠাবে।অডিও শুনতে ক্লিক করুন
ব্রিফিংয়ে অংশগ্রহণ
বিদেশ গমনের পূর্বে আপনি অবশ্যই জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি পরিচালিত ব্রিফিং-এ অংশগ্রহণ করবেন। ব্রিফিং থেকে বিদেশ গমনের ক্ষেত্রে প্রয়োজনীয় আইন-কানুন, বিদেশের প্রচলিত বিধিবিধান ও কাজের পরিবেশ সম্পর্কে জানতে পারবেন। আপনি যে দেশে যাচ্ছেন সে দেশ সম্পর্কিত সাধারণ তথ্য জানার জন্য ব্রিফিং সেন্টার থেকে তথ্য পুস্তিকা সংগ্রহ করবেন।অডিও শুনতে ক্লিক করুন
নারী কর্মী হিসেবে বিদেশে যাওয়ার তথ্য জানুন
আপনি জানেন কি নারী কর্মীদের বিদেশে চাকুরি নিয়ে যাবার ক্ষেত্রে সর্বোচ্চ খরচ ২০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে বিমান ভাড়া নিয়োগকর্তাই বহন করবেন। তাই দালালের সাথে যোগাযোগ না করে অবশ্যই সরাসরি রিক্রুটিং এজেন্সীর সাথে যোগাযোগ করবেন। সরকার নির্ধারিত সার্ভিস চার্জ সরাসরি রিক্রুটিং এজেন্সীকে পরিশোধ করবেন এবং এজেন্সীর সীলমোহর ও স্বাক্ষরসহ রশিদ গ্রহণ করবেন।
যে সব রিক্রুটিং এজেন্সীসমূহ নারী কর্মীদের বিদেশ যেতে সহায়তা করে সেগুলোর নাম ও ঠিকানা সম্বলিত মেসেজ বিনামূল্যে পাওয়ার জন্য আপনার বাংলালিংক মোবাইল থেকে ১ চাপুন।
আপনি গৃহস্থালী কাজে বিদেশে যেতে চাইলে অবশ্যই বিএমইটির কারগরী প্রশিক্ষণ কেন্দ্র থেকে ২১ দিনের ট্রেনিং গ্রহণ করবেন। বিএমইটির ১৪ টি কারগরী প্রশিক্ষণ কেন্দ্র থেকে এ ট্রেনিং প্রদান করা হয়। এই কারগরী প্রশিক্ষণ কেন্দ্রগুলোর নাম ও ঠিকানা সম্বলিত মেসেজ বিনামূল্যে পাওয়ার জন্য আপনার বাংলালিংক মোবাইল থেকে ২ চাপুন।
আপনি যে দেশে যাবেন সে দেশের ভাষাও কিছুটা শিখে যাবেন, এতে আপনার সে দেশের সমাজের সাথে মেশা ও দৈনন্দিন জীবন যাপন সহজ হবে। আরবি ও ইংরেজি ভাষায় কিছু প্রয়োজনীয় শব্দ ও বাক্য শেখার জন্য আপনি ভাষা শিক্ষা সহায়িকার সাহায্য নিতে পারেন। ভাষা শিক্ষা সহায়িকার অনলাইন ঠিকানা বিনামূল্যে মেসেজের মাধ্যমে পাওযার জন্য আপনার বাংলালিংক মোবাইল থেকে ৩ চাপুন। এছাড়া আপনার নিকটস্থ ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র থেকে ভাষা শিক্ষার জন্য প্রয়োজনীয় পাতাগুলো প্রিন্ট করে নিতে পারেন এবং বাসায় বসে ভাষা চর্চা করতে পারেন।
বিদেশ যাওয়ার পূর্বেই সংসার খরচ চালানোর জন্য পরিবারের কোনো সদস্যের নামে একটি এবং সঞ্চয়ের জন্য নিজের নামে আরেকটি ব্যাংক একাউন্ট করে যাবেন। ব্যাংকের নাম, শাখা ও একাউন্ট নম্বর পরিষ্কারভাবে ইংরেজীতে লিখে লেমিনেটেড করে নিয়ে যাবেন।
নারী কর্মীদের বিদেশে চাকুরি সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদানের জন্য জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটিতে একটি নারী অভিবাসী তথ্য কেন্দ্র রয়েছে। এর ঠিকানা হল: বিএমইটি ব্রিফিং বিল্ডিং (২য় তলা), জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ৮৯/২, কাকরাইল, ঢাকা। ই-মেইল: wmwinfo@yahoo.com
কর্মী হিসেবে বিদেশে থাকাকালীন করণীয় সম্পর্কে জানতে ৪ চাপুন।
বিদেশে থাকা অবস্থায় কোন সমস্যায় পড়লে অবশ্যই বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে বিদেশে যাওয়ার পূর্বেই আপনি যে দেশে যাচ্ছেন সে দেশের বাংলাদেশ দূতাবাসের ঠিকানা ও ফোন নং সংগ্রহ করে নিয়ে যাবেন। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ঠিকানা জানার জন্য যে কোন বাংলালিংক মোবাইলের মেসেজ অপশনে গিয়ে em স্পেস দেশের নামের প্রথম চার অক্ষর ইংরজিতে লিখে ২২৩৩ নম্বরে পাঠিয়ে দিন। এই এস.এম.এস. এর জন্য চার্জ প্রযোজ্য।
আপনার পাসপোর্টের কপি ও স্মার্ট কার্ড নিজের কাছেই সংরক্ষণ করবেন।
আপনি যে দেশে যাচ্ছেন সে দেশের নিয়ম-কানুন, রীতি-নীতি মেনে চলবেন।
বিদেশ যাওয়ার পূর্বেই সংসার খরচ চালানোর জন্য পরিবারের কোনো সদস্যের নামে একটি এবং সঞ্চয়ের জন্য নিজের নামে আরেকটি ব্যাংক একাউন্ট করে যাবেন। ব্যাংকের নাম, শাখা ও একাউন্ট নম্বর পরিষ্কারভাবে ইংরেজীতে লিখে লেমিনেটেড করে নিয়ে যাবেন। বিদেশে থাকাকালীন আপনার যখন দেশে টাকা পাঠানোর প্রয়োজন হবে, তখন এই একাউন্টগুলোতে আপনি টাকা পাঠাতে পারবেন।
মনে রাখবেন, আপনার ভদ্র ও মার্জিত আচরণ বিদেশে আপনাকে নিরাপদ রাখবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে।
কর্মী হিসেবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে সম্ভাব্য সতর্কতা সম্পর্কে জানতে ৫ চাপুন।
বিদেশ গমনেচ্ছুক প্রত্যেক ব্যক্তিকে নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে রেজিষ্ট্রেশন করতে হবে।
ফিঙ্গার প্রিন্ট এবং রেজিষ্ট্রেশন মানেই বিদেশে চাকুরির নিশ্চয়তা নয়।
কোন ব্যক্তি বা দালাল রেজিষ্ট্রেশন বা ফিঙ্গার প্রিন্ট করে টাকা চাইলে বা বিদেশে চাকরি হয়েছে বলে প্রতারণা করলে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটিতে খবর দিন।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো হতে বৈধ রিক্রুটিং এজেন্সি এবং কর্মী নিয়োগের সত্যতা জেনে নিন।
নিয়োগ চূড়ান্ত হলে বিদেশ গমনের পূর্বে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো হতে আপনাকে অবশ্যই বহির্গমন ছাড়পত্র (স্মার্ট কার্ড) গ্রহণ করতে হবে।
বিদেশ যাওয়ার পূর্বে চুক্তিপত্রে স্বাক্ষর করবেন, প্রয়োজনবোধে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো হতে যাচাই করে নিবেন।
চুক্তিপত্রে নিয়োগকর্তার নাম, আপনার নাম, পেশা, বেতন ও অন্যান্য সুবিধাদি উল্লেখ রয়েছে কিনা পরীক্ষা করে নিন।
সরকার কর্তৃক নির্ধারিত সার্ভিজ চার্জ ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/চেক এর মাধ্যমে সরাসরি রিক্রুটিং এজেন্সিকে পরিশোধ করবেন এবং এজেন্সির স্বাক্ষরিত প্রাপ্তি রশিদ গ্রহণ করবেন।
বিদেশ গমনের জন্য দালাল বা মধ্যস্বত্বভোগী পরিত্যাগ করে সরাসরি বৈধ রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করুন।
প্রতারিত কর্মীর করণীয় সম্পর্কে জানুন
চাকুরি নিয়ে বিদেশ যাওয়ার প্রক্রিয়ায় আপনি দেশে বা বিদেশে প্রতারণার শিকার হলে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বা ডিইএমও-তে এবং ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় অবস্থিত বিশেষ আদালতে অভিযোগ জানাতে পারেন। এছাড়া আপনি অভিযোগ জানানোর জন্য বিএমইটি অনলাইন অভিযোগ ফরম পূরণ করতে পারেন। অনলাইন অভিযোগ ফরম পূরণ করার জন্য আপনি www.ovijogbmet.org/ ঠিকানায় ব্রাউজ করুন। অডিও শুনতে ক্লিক করুন
বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সর্বশেষ সংবাদ জানুন

চাকরি নিয়ে বিদেশ গমনেচ্ছু কর্মীদের দোড়গোড়ায় ই-সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) অনলাইনে রেজিস্ট্রেশন করার ব্যবস্থা চালু করেছে। আগ্রহী কর্মীরা ইন্টারনেটের মাধ্যমে দেশের যে কোন অঞ্চল থেকে বৈদেশিক চাকুরীর জন্য নাম রেজিস্ট্রেশন করতে পারছেন। বিএমইটি’র ওয়েবসাইট www.bmet.gov.bd এর মাধ্যমে এ রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন ফি বাবদ মোবাইল চার্জ সহ ৮৮ টাকা টেলিটক মোবাইলের মাধ্যমে পরিশোধ করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন সকল কর্ম দিবসে সকাল ১০ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত করা যায়। মনে রাখবেন নাম রেজিস্ট্রেশন করা বৈদেশিক চাকুরীর নিশ্চয়তা বহন করে না।
অডিও শুনতে ক্লিক করুন


                                                  
                                                 প্রণয়নে :একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয়
হিট সংখ্যা :

No comments:

Post a Comment